রিমান্ড শেষে সাবরিনাকে কারাগারে পাঠানোর নির্দেশ
প্রকাশিত : ২০ জুলাই ২০২০
ডা. সাবরিনা আরিফকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুই দফায় ৫ দিনের রিমান্ড শেষে সোমবার সিএমএমকোর্টের ম্যাজিস্ট্রেট মো. আতিকুল ইসলাম এ আদেশ দেন। এর আগে ডা. সাবরিনার আইনজীবি জামিন চেয়ে আবেদন করেন। তবে দুই দফায় ৫ দিনের রিমান্ড শেষে নতুন করে আর রিমান্ডে নেয়ার আবেদন করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
করোনার নমুনা পরীক্ষার ভুয়া প্রতিবেদন দেয়ার মামলায় গ্রেপ্তার ডা. সাবরিনা গত শুক্রবার থেকে দ্বিতীয় দফা রিমান্ডে ছিলেন। সেদিনই ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ উর রহমান সাবরিনার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৩ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান ডাক্তার সাবরিনাকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন। জেকেজি চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফকে ১২ জুলাই গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ।
এর আগে, টাকার বিনিময়ে নমুনা সংগ্রহ ও ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে গ্রেপ্তার হন ডা. সাবরিনার স্বামী, আরিফুল হক চৌধুরীসহ ছয়জন।