সাপাহারে মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন
প্রকাশিত : ১৯ জুলাই ২০২০
হাফিজুল হক,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশত বার্ষিকী ”মুজিব বর্ষ” উপলক্ষে নওগাঁর সাপাহারে উপজেলা অানসার ও ভিডিপি’র আয়োজনে বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করা হয়েছে।
রোববার বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপনে উদ্বুদ্ধ করতে ৫০ জন অানসার ও ভিডিপি সদস্যের হাতে ২৫০ টি ফলজ ও ঔষুধি গাছের চারা তুলে দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহারা রানু।
এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, সাপাহার রিপোর্টার্স ফোরাম সভাপতি সাংবাদিক হাফিজুল হক, সাংবাদিক সোহেল চৌধুরী রানা সহ আনসার ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।