কুয়াকাটায় সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ
প্রকাশিত : ১৭ জুলাই ২০২০
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: কুয়াকাটা প্রেসক্লাবে সাংবাদিকদের মাঝে করোনা প্রতিরোধে পিপিই ও মাস্কসহ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে মেজর (অব:) অধ্যাপক ডা: ওহাব মিনারের সহায়তায় এ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী ও সাংবাদিক নেতা মোঃ কামাল হোসেন ।
কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালীর দুমকি প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল সাগরকন্যার নির্বাহী সম্পাদক মোঃ মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মৃধা, দুমকি যুগান্তর প্রতিনিধি সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য আরিফ হোসেন এবং কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ.এম. মিজানুর রহমান বুলেট, সাধারণ সম্পাদক কাজী সাঈদ, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব কুদ্দুস মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান প্রমুখ।