পপুলার ডায়াগনস্টিকের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশিত : ৬ ফেব্রুয়ারি ২০২০
রাজধানীর ধানমন্ডিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল হাসান নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। রাত পৌনে ৮টার দিকে ডায়াগনস্টিক সেন্টারটিতে আগুন লাগে।
ধানমন্ডি জোনের সহকারী কমিশনার হাসিনুজ্জামান বাংলা ট্রিবিউন বলেন, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় তলায় এমআরআই রুমে হিলিয়াম গ্যাস ছিল। বৈদ্যুতিক গোলোযোগের কারণে গ্যাসটা ছড়িয়ে যায়। ভবনটিতে সেন্ট্রাল এসি থাকায় দ্রুত গ্যাস ছড়িয়ে যায়। কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে কয়েকজন ভয়ে ভবনের ছাদে উঠে যান। বাকিদের বাইরে বের করে আনা হয়েছে।
এদিকে আগুনের ছবি ও সংবাদ সংগ্রহ করতে গেলে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের নিরাপত্তাকর্মীসহ অন্য কর্মীরা সাংবাদিকদের বাধা দেয় ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় তাদের হামলায় বাংলা ট্রিবিউনের ফটো সাংবাদিক সাজ্জাদ হোসেন, ইত্তেফাকের আব্দুল গণি, একাত্তর টেলিভিশনের পারভেজ ও রিয়াজ নামে আরেক সাংবাদিক আহত হন।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের জোনাল কমান্ডার মো. আনোয়ার হোসেন বলেন, রাত ৮টা ১৮ মিনিটে আমরা ৯৯৯ -এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মোট ৫টি ইউনিট কাজ করি। দোতলার এমআরআই রুমে এমআরআই মেশিনে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটে, তবে হতাহত নাই। পুরো ভবনটি এয়ার কন্ডিশন্ড থাকায় দ্রুত ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
হাসপাতালের ম্যানেজার (প্রকৌশলী) মোস্তাক মোহাম্মদ পলাশ বলেন, এমআরআই মেশিনে কাজ চলছিল। এই অবস্থায় আগুন ধরে।