রাজাপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন
প্রকাশিত : ১৭ জুলাই ২০২০
রহিম রেজা , ঝালকাঠি থেকে: ঝালকাঠির রাজাপুরের পাকাপুল এলাকায় ৭ম শ্রেনী পড়–য়া এক কিশোরীকে জোড়পূর্বক ধর্ষণ এর প্রতিবাদ ও মামলার আসামি জামাল হোসেন দ্রæত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার বেল ১১টায় ভান্ডারিয়া-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের গালুয়া পাকাপুল এলাকায় সচেতন এলাকাবাসীর আয়োজনে আধঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন স্থানীয় মহিলা ইউপি সদস্য মোসাঃ সামিরা আক্তার, সাবেক ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন ও যুব সমাজ এর পক্ষে মোঃ বাপ্পি মিয়া প্রমুখ। এতে ছাত্রীর স্বজনরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা অংশ নেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শরীফ আব্দুল মান্নান জানান, আসামি গ্রেফতার করতে কয়েক বার সম্ভাব্য জায়গায় গুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। আসামি এলাকার বাহিরে গা ডাকা দিয়েছে। তাকে দ্রæত গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।