মুজিবুর বর্ষে দশমিনায় বৃক্ষ রোপন উদ্ধোধন

প্রকাশিত : ১৭ জুলাই ২০২০

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।। “শেখ হাসিনার নির্দেশ জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ২৪ হাজার ২৫টি বৃক্ষ রোপন কর্মসুচির উদ্ধোধন করা হয়।

বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ জামের মসজিদ চত্বরে বৃক্ষ রোপনের উদ্ধোধন করা হয়েছে। বৃক্ষ রোপনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি আব্দুল আজীজ মিয়া, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম, বন-কর্মকর্তা আবুল কালাম প্রমুখ। উপকুলীয় বনবিভাগ এর আয়োজনে বৃক্ষ রোপন কর্মসুচীর আয়োজন করা হয়েছে।

উপজেলা বনকর্মকর্তা আবুল কালাম জানান, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ২৪হাজার ২৫ টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হবে।

 

আপনার মতামত লিখুন :