গলাচিপায় প্রধানমন্ত্রীর ঘোষিত চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন- শাহিন শাহ্

প্রকাশিত : ১৭ জুলাই ২০২০

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় প্রধানমন্ত্রীর ঘোষিত ১ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে গলাচিপা উপজেলায় গাছের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মো. শাহিন শাহ। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব হাসান শিবলী, বন সংরক্ষন কর্মকর্তা ও উপজেলা বিট অফিসার মো. মশিউর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসাইন, কৃষি কর্মকর্তা আর.এস.এম সাইফুল্লাহ, সমাজসেবা কর্মকর্তা মো. ওলিউল্লাহ প্রমুখ। এ সময় প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী ১ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

এরই ধারাবহিকতায় সারা দেশের মত গলাচিপায়ও বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হল। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। তিনি আরও বলেন, গাছ লাগান পরিবেশ বাঁচান- এই হোক আমাদের প্রাণের শ্লোগান। বঙ্গবন্ধু যে সবুজ শ্যামল দেশ গড়ার জন্য বলেছিলেন তা আজ পূর্ণতা পেতে যাচ্ছে। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সারা দেশে বৃক্ষ রোপনের জন্য বলেন। সবাই আমরা গাছের চারা লাগিয়ে যতœ নিলে দেশ বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সাজে সবুজ-শ্যামল হয়ে উঠবে।

 

আপনার মতামত লিখুন :