নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার: ড্রেনার কাজ বন্ধ করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার
প্রকাশিত : ১৫ জুলাই ২০২০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় উত্তর নারায়ণপুর ত্রিমোহনীর ড্রেনের কাজ বন্ধ করলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ।
নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় উত্তর নারায়ণপুর ত্রিমোহনী থেকে বাজার গোপালপুর রাস্তা সংলগ্ন ইফাদ অটো রাইস মিল পর্যন্ত ড্রেনের কাজ বন্ধ করলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ।
তিনি বলেন, এখানে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে এবং এই কাজে আমি সন্তুষ্ট নই, তাই যতক্ষণ পর্যন্ত উন্নত মানের নির্মাণ সামগ্রী ব্যবহৃত না হবে ততক্ষণ পর্যন্ত এই কাজ বন্ধ থাকবে”। এবং বিষয়টি তিনি পর্যবেক্ষণে রাখবেন বলেও সাংবাদিকদের জানান।