ছাত্রলীগ কর্মী ফাহাদ’র উদ্যোগে ৭,০০০ বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

প্রকাশিত : ১৫ জুলাই ২০২০

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মুজিব শতবর্ষ উপলক্ষে মৌলভীবাজার জেলা ছাত্রলীগ কর্মী ফাহাদ বিন সালাম এর উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করা হয়। সদর উপজেলার ৪নং আপার কাগাবলা ইউনিয়নের আথানগীরি গ্রামে তার নিজ সম্পত্তি ১২কিয়ার জমির উপর বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষধি গাছের প্রায় ৭,০০০ চারা রোপণ করা হয়। স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দদের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমন মোস্তফা, ছাত্রলীগ নেতা মিটুন দেব, জুবায়ের আহমেদ, হৃদয় খান প্রমুখ। ফাহাদ বিন সালাম বলেন, তার লাগানো গাছ থেকে ভবিষ্যতে যে অর্থ উপার্জন হবে তার শতভাগ তিনি ছাত্রলীগের ভাই-বোনদের কাজে ব্যবহার করবেন। উদাহরণ হিসেবে তিনি বলেন- ছাত্রলীগের কর্মীদের লেখাপড়া চালানো, অসচ্চল বোনদের বিয়ের কাজে অথবা ছাত্রলীগ কর্মীদের কর্মসংস্থানের জন্য সাহায্য করা এমনকি ছাত্রলীগ কর্মীদের চিকিৎসার কাজে সম্পূর্ণ অর্থ ব্যয় করবেন।

 

আপনার মতামত লিখুন :