বেনাপোল থানা পুলিশের অভিযান ভারতীয় ফেন্সিডিল সহ গ্রেফতার-১
প্রকাশিত : ১৫ জুলাই ২০২০
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযান ১১০ বোতল ফেন্সিডিল সহ শাহাদাৎ হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রোকনুজ্জামান ও এসআই শফি আহম্মেদ রিয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পাটবাড়ি একটি ভাড়াবাসার রান্নাঘর এর ভেতর থেকে ১১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।এসময় মাদক ব্যবসায়ী শাহাদাৎ কে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী শাহাদাৎ হোসেন মাদারীপুর সদর থানার আবু বক্করের এর ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান,গ্রেফতার আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।তাকে মাদক সহ যশোর বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।