আলিয়াকে ক্রমাগত ধর্ষণের হুমকি
প্রকাশিত : ১৪ জুলাই ২০২০
মহেশ ভাটের কন্যা শাহিন ভাট ও আলিয়া ভাট গেল কয়েকমাস থেকে সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ধর্ষণের হুমকি পাচ্ছেন। এবার সেই সব ধর্ষণের হুমকির স্ক্রিনশট ইনস্টাগ্রামে শেয়ার করে ক্ষোভ ঝাড়লেন আলিয়া। সেই সাথে আইনি পথে হাঁটারও হুঁশিয়ারি দিলেন তিনি।
বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর থেকে বলিউডের নেপোটিজম তত্ত্ব হঠাৎ করেই সামনে এসে যায়। আলিয়ার প্রতি কর্ণের পক্ষপাতিত্ব, সুশান্তের গার্লফ্রেন্ডের সঙ্গে মহেশ ভাটের বিশেষ বন্ধুত্বের বিষয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন ইন্টারনেট ব্যবহারকারীরা। এর পরেই ইনস্টাগ্রামসহ সমস্ত সোশ্যাল মিডিয়ায় আলিয়া-কর্ণ-মহেশ সহ স্টারকিডদের উপর নেমে আসে জনতার ভার্চুয়াল আক্রমণ।
সুশান্তের মৃত্যুর পর থেকে মহেশ ভাটের উপর অভিযোগ আনার পর থেকে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি পাচ্ছেন মহেশ ভাটের দুই মেয়ে।