বৃষ্টির মধ্যে ভিজে ড্রেজার ধ্বংস করলেন ভেদরগঞ্জ উপজেলা প্রশাসক তানভীর-আল-নাসীফ
প্রকাশিত : ১৪ জুলাই ২০২০
মোঃ ওমর ফারুক, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন উপজেলা প্রশাসন। তবু থেমে নেই অসাধু ব্যাক্তিরা। রাতের আঁধার বা বৃষ্টির মধ্যে প্রশাসনের আড়ালে অবৈধ ড্রেজার দিয়ে উত্তোলন করছেন বালু । তবে বসে নেই প্রশাসন। খবর পেলেই ছুটে যান সেই স্থানে, ধ্বংস করেন অবৈধ ড্রেজার মেশিন।
সোমবার দুপুরে হালকা ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেও বসে থাকেননি ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর-আল-নাসীফ। বৃষ্টির মধ্যেও খবর পেয়ে ছুটে যান ভেদরগঞ্জ উপজেলার চরসেন্সাস এলাকার ১ নং ওয়ার্ডে, ধ্বংস করেন একটি ড্রেজার মেশিন। এতে করে ধীরে ধীরে বন্ধ হচ্ছে অবৈধ ড্রেজার ব্যাবসা।
এ সম্পর্কে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর-আল-নাসীফ বলেন, অবৈধ কাজ যেই করুক না কেন, তাকে শাস্তি পেতেই হবে। অবৈধ বালু উত্তোলনের ব্যাপারে আমরা তৎপর রয়েছি। সঠিক তথ্য পেলে ব্যাবস্থা গ্রহণ করবো।