বেড়ায় কালেকশান প্লাস এর যাত্রা শুরু
প্রকাশিত : ১৪ জুলাই ২০২০
বাকী বিল্লাহ:(বেড়া-সাঁথিয়া) পাবনা প্রতিনিধি: পাবনার বেড়ায় পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সামাজিক দুরত্ব বজায় রেখে যাত্রা শুরু করলো কালেকশান প্লাস শো-রুম।বেড়া-সাঁথিয়ার জিরো পয়েন্ট সি,এন্ড,বি বাসস্ট্যান্ড সাঁথিয়া রোড আব্দুল লতিফ সুপার মার্কেট সিঙ্গার প্লাস শো-রুমের দ্বিতীয় তলায় অবস্থিত কালেকশান প্লাস শো-রুম। নান্দনিক পরিবেশ এবং পন্যের দাম ও গুনগত মান বজায় রেখে চলা আধুনিক ডিজাইনের পুরুষ, মহিলা ও শিশুদের জন্য জুতার কালেকশন রয়েছে এ শো-রুমে।
বিভিন্ন ডিজাইনের জুতা ছাড়াও এখানে পাবেন বিভিন্ন ডিজাইনের লেদার সামগ্রী, পুরুষ গ্রাহকদের জন্য শার্ট, টি-শার্টসহ অন্যান্য পন্য সামগ্রী।কালেকশান প্লাস এর স্বত্বাধিকারী মাহবুব হাসান দাউদ বলেন, গ্রাহকদের চাহিদা পুরনেই কালেকশান প্লাস নামের শো-রুমের পথচলা। ঈদ বা সাধারণ দিনেও মফস্বল এলাকার মানুষ রুচিসম্মত কেনাকাটা করতে পাবনা,বগুড়া বা ঢাকার দিকে ছুটে চলে। এতে করে সময় এবং অর্থ দুটোই বাড়তি খরচের ঝামেলা বয়ে আনে। আমাদের কালেকশান প্লাস শো-রুমে কাস্টমারের আধুনিক রুচিসম্মত সকল পন্য কেনার সুযোগ রয়েছে।