পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতির অপপ্রচারের বিরুদ্ধে কুয়াকাটায় মানববন্ধন
প্রকাশিত : ১২ জুলাই ২০২০
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি হাসান সিকদার ও তার পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ-প্রচারের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে কুয়াকাটা পৌর ছাত্রলীগ। পৌর ছাত্রলীগ নেতা তুহিন দেওয়ানের নেতৃত্বে রবিবার সকাল ১০টায় কুয়াকাটা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ।
এসময় মানববন্ধনে অংশগ্রহন করেন পৌর ছাত্রলীগ নেতা রুবেল খান, আবদুল্লাহ আল হাসিব, সুমন,খলিলসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ। মানববন্ধনকালে ছাত্রলীগ নেতা তুহিন দেওয়ান বলেন, জেলা ছাত্রলীগ সভাপতি হাসান সিকদার ও তার পরিবারকে নিয়ে একটি কুচক্রি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ-প্রচার চালাচ্ছে। দ্রæত এহেন অপ-প্রচারের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি।