বেনাপোলের ছেলে আব্দুর রউফ করোনাকে জয় করেছে
প্রকাশিত : ১২ জুলাই ২০২০
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: গত (২৭ ই জুন) প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বেনাপোল কাগজপুকুর গ্রামের নুর ইসলাম এর ছেলে মোঃ আব্দুর রউফ ১৪ দিন করোনার সাথে লড়াই করে অবশেষে সুস্থ ও বাড়ি লকডাউন উঠিয়ে নিয়েছে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমর্কর্তা ডাক্তার ইউছুপ আলী।
করোনাভাইরাস থেকে মুক্তি পেয়ে আব্দুর রউফ জানান, করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। এজন্য আজ উপজেলা থেকে ডাক্তার এসে আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাই এবং বাড়ি থেকে লকডাউন উঠিয়ে নেয়৷ আমি এখন করোনামুক্ত। করোনার সময়ে খোঁজ নেয়ায় তিনি তার সকল শুভাকাঙ্ক্ষীদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছে৷
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর কমর্কর্তা ডাক্তার ইউছুপ আলী জানান, বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রামের আব্দুর রউফ করোনা ভাইরাসে আক্রান্ত ছিল সে জন্য তার বাড়ি লকডাউন ঘোঘনা করা হয়েছিল। আজ দুপুরে বাড়ি লকডাউন উঠিয়ে নিয়েছি এবং রউফ এর করোনা রিপোর্ট নেগেটিভ সে এখন সম্পুর্ণ সুস্থ।