শার্শায় মটর সাইকেল ও ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত : ১১ জুলাই ২০২০
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাগআচঁড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় ৮০ বোতল ফেন্সিডিল ও ১টি প্লাটিনা মটর সাইকেল সহ তরিকুল ইসলাম(২২) নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে।
আটকৃত আসামি বর্তমানে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে এর অধিনেই আছে।
শনিবার(১১/৭/২০ইং)তারিখ সকাল ৬ঘটিকার সময় শার্শার বাগআঁচড়া ইউনিয়ন এর শার্শা বালুন্ডা সড়কের জামতলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রেরঅফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস ও এস,আই, মাসুদের নেতৃত্বে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এলাকা সংলঘ্ন জামতলা বাজারে অবস্থান রত গোপন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স এর সহায়তায় ৮০বোতল ভারতীয় ফেন্সিডিন ও একটি প্লাটিনা মটর সাইকেল সহ আসামীকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হন।
আটককৃত আসামি হলেন শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার অন্তর্গত বালুন্ডা গ্রামের নুর হোসেনের ছেলে তরিকুল ইসলাম(২২)।
এ সংক্রান্তো ব্যাপারে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে আটককৃত আসামিকে শার্শা থানার অধিনে কোর্ট আদালতে সোপর্দ করা হবে।