ভারতে প্রবেশের সময় মহেশপুর সিমান্তে বিজিবির হাতে ১৪ বাংলাদেশী আটক

প্রকাশিত : ৯ জুলাই ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় ১৪ বাংলাদেশীকে আটক করেছে ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা। মঙ্গলবার রাতে মহেশপুর উপজেলার বাঘাডাংগা এলাকার একটি মেহগনি বাগান থেকে তাদের আটক করা হয়। আটককৃত ১৩ জনের বাড়ি মাগুরার শালিখা উপজলার টিউরখালী ও একজনের বাড়ি যশোরের চৌগাছা উপজেলায়। মহেশপুর বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান এক ই-মেইল বার্তায় এই তথ্য নিশ্চত করেন।

আটককৃতরা হলেন, শালিখা উপজলার টিউরখালী গ্রামের অধীর বিশ্বাসের ছেলে অমীয় বিশ্বাস (৬০), অখিল বিশ্বাস (৪০), অখিল বিশ্বাসের স্ত্রী চঞ্চলা বিশ্বাস (৩৫), মেয়ে সৃষ্টি বিশ্বাস (১৫), অর্পিতা বিশ্বাস (৭) অধীর বিশ্বাসের ছেলে অসীম বিশ্বাস (৪৫), অসীম বিশ্বাসের স্ত্রী সুন্দরী বিশ্বাস (৩৬), মেয়ে বৃষ্টি বিশ্বাস (১৫), ছেলে টাপুর বিশ্বাস (৮), অর্নব বিশ্বাস (৪), অমিয় বিশ্বাসের ছেলে অপূর্ব বিশ্বাস (২৪), স্ত্রী সুবর্না বিশ্বাস (২০), মেয়ে ঐশী বিশ্বাস (২) ও যশোরের চৌগাছা উপজেলার দুরালি গ্রামের হরিপদ বিশ্বাসের মেয়ে সান্তনা বিশ্বাস (২২)।

এদের মধ্যে চার জন পুরুষ, ছয় জন নারী ও চার জন শিশু রয়েছে। তারা কি কারণে স্বপরিবারে বাংলাদেশ ত্যাগ করে ভারতে যাচ্ছিল তা বিজিবি জানাতে পারেনি। আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা হয়েছে।

 

আপনার মতামত লিখুন :