রাণীনগর রেল লাইন থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
প্রকাশিত : ৮ জুলাই ২০২০
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রানীনগর রেল লাইন থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছেসান্তাহার রেলওয়ে পুলিশ। সান্তাহার রেল ওয়ে থানার ওসি মো: মঞ্জের আলী জানান,রাণীনগর রেল ষ্টেশনের দক্ষিন দিকে প্রায় দেড় কিলোমিটার দূরে চকের ব্রীজের দক্ষিনে লাইনের উপর এক নারীর লাশ পরে আছে,এমন সংবাদের ভিত্তিতে রাত অনুমান নয়টায় পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি অনুমান করেন জানান,হয়তো মানসিক ভারসাম্যহীন হতে পারে। তবে এখনো তার পরিচয় পাওয়া যায়নি। দিনের কোন এক সময় লাইনের পাশ দিয়ে চলার সময় হয়তো ট্রেনের ধাক্কা লেগে গুরুত্বর আহত হয়ে ঘটনাাস্থলেই মারা যান। এঘটনায় ইউডি মামলা দায়ের করা হযেছে বলে জানিয়েছেন তিনি।