কলাপাড়ায় গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত : ৮ জুলাই ২০২০

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় গাজাসহ ইয়াসিন সিকদার (২৩ ) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১১ দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা পুলিশ উপজেলার লতাচাপলী ইউনিয়নে আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করে। এ সময় তাঁর শরীরে তল্লাশি চালিয়ে চার’শো গ্রাম গাঁজা উদ্ধার করেছে বলে পুলিশ জানিয়েছে।

মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে। তবে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

 

আপনার মতামত লিখুন :