টিটিসির মাঠে গজিয়ে উঠা ঘাস নিধন
প্রকাশিত : ৭ জুলাই ২০২০
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয়ের অধীনে মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এবার নতুন ক্রয়কৃত ঘাস কাটার মেশিন দ্বারা টিটিসির মাঠের ঘাস কাটা শুরু করছেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শেখ মোহাম্মদ নাহিদ নিয়াজ। গতকাল অধ্যক্ষ‘র নেতৃত্ব মাঠের মাঝে গজিয়ে উঠা ঘাস নিধন করা হয়। এ সময় মাঠে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এ সময় টিটিসির অন্যান্য লোকজন উপস্থিত ছিলেন।
জানা গেছে- কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অধ্যক্ষ অফিসের সকল দায়িত্ব পালণ করেও নিজ উদ্যাগেই কেন্দ্রের ভেতরে রোপণ করেছেন জাপানের আর্টিস্টিক জাতের লাল ঢেঁড়স। রোপন করেছেন, বিভিন্ন প্রজাতির ফলজ আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, পেপে, পেয়ারা, আপেল, কমলা, মালটা, আতা, আনার, সবেদা, ড্রাগন, অরবরই, বিলম্ব, জামরুল, আমলকি, বেল, শরীফা, লুকলুকি, ডেওয়া, কফি, কাউ, লেবু, বরই, করমচা, কামরাঙ্গা, চালতা, সাতকরা, ট্যাং, কদবেল,মোসাম্বি, ডালিম, লটকন, জলপাই, এলাচ (মসলা), তেজপাতা (মসলা), গোলাপ জাম, বিলাতি গাব,গোল মরিচ (মসলা), দারুচিনি, সুইট লেমনসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছ ও বনজ গাছের চারা।
দেশের মহামাররি করোনা ভাইরাসের কারণে যেখানে স্তব্ধ হয়ে পড়েছে দেশের সকল কিছু। সেখানে দেখা যায় ভিন্নতা। যাহা দেশের অন্য কোথাও নেই। টিটিসির মাঠে বিভিন্ন ফলজ যেমন পেটের খোরাক মেটাবাবে,তেমনি মনের সৌন্দর্যের খোরাকও মেটাবে। শোভাবর্ধনও বাড়বে।