কুয়াকাটা ট্যুর অপারেটর এসোসিয়েশন (টোয়াক’র) অফিস উদ্বোধন

প্রকাশিত : ৭ জুলাই ২০২০

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: কুয়াকাটা ট্যুরিস্ট ভিত্তিক সেবামূলক সংগঠন ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর নতুন অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ৫ জুলাই (রবিবার) রাত ৮টায় টোয়াক’র প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার মেয়র আবদুল বারেক মোল্লা।

বিশেষ অতিথি ছিলেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোন এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম, হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এ মোতালেব শরিফ, ট্যুরিষ্ট পুলিশ ইনস্পেক্টর এস এ এন বদরুল কবির,এস এম মিজানুর রহমান,কাউন্সিলর তোফায়েল আহম্মেদ তপু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টোয়াক’র সেক্রেটারী জেনারেল আনোয়ার হোসেন আনু,গোয়েন্দা সংস্থা ডিএসবি’র রাসেদুল ইসলামসহ টোয়াক সদস্য বৃন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেন কুয়াকাটা বাইতুল আরোজ জামে মসজিদের ইমাম মোঃ নজরুল ইসলাম। দোয়া মোনাজাত শেষে মিষ্টি বিতরণ করা হয়।

 

আপনার মতামত লিখুন :