মুক্তিযোদ্ধা হাবলু চৌধুরীর কুলখানি অনুষ্ঠিত
প্রকাশিত : ৭ জুলাই ২০২০
গতকাল ৬ই জুলাই সোমবার মুন্সিগঞ্জ জেলার মিরকাদিম পৌরসভা দক্ষিণ রামগোপালপুর গ্রামের ডিপুটি বাড়ির নারায়ণগঞ্জ বসবাসকারী একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা হাবলু চৌধুরীর (৭২) কুলখানি অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে বাদ ফজর পবিত্র কোরআন খতম বাদ জোহর তামাকপট্টি বাইতুল আমান জামে মসজিদে মিলাদ দোয়া ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।
তিনি মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা মরহুম এডভোকেট শহিদুল আলম সাঈদের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।তাছাড়া যুদ্ধকালীন সময়ে মুন্সীগঞ্জে পঞ্চসার গ্রামে পাকহানাদার বাহিনীর হামলা করলে তিনি ডেপুটি কমান্ডার হিসেবে প্রথম গুলি চালানও যুদ্ধে পরিচালনা করেন।
উল্লেখ্য থাকে যে গত ২৮শে মে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ তামাক পট্টি নিজ বাসায় দুপুরে হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন ( ইন্না ইলাইহি… রাজিউন)। তিনি স্ত্রী তিন পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।