মহিপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
প্রকাশিত : ৬ জুলাই ২০২০
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর মহিপুরে শোয়েব সিকদার (২২) নামক এক যুবক ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শোয়েব এবছর এইচএসসি পরিক্ষার্থী। সে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজের ছাত্র। তার বাবার নাম আঃ কুদ্দুস সিকদার। কি কারনে সে আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি। এ ঘটনায় মহিপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মহিপুর সাগর সিনেমা হল সংলগ্ন কুদ্দুস সিকদারের বড় ছেলে শোয়েব সিকদার রাত আড়াইটার দিকে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। কুদ্দুস সিকদার বলেন, রাতে শোয়েবকে ঘরের মধ্যে না দেখে মহিপুর বাজারসহ বিভিন্ন স্থানে খোঁজ করে অবশেষে তার ভাড়াটিয়া ঘরের একটি কক্ষে জুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
মহিপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, শোয়েবের লাশ উদ্ধার করে সুরাতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।