নিজের নামের সাথে পল্লীবন্ধু এরশাদের নাম জুড়ে দিলে এরশাদ হওয়া যায়না!
প্রকাশিত : ৫ জুলাই ২০২০
পল্লীবন্ধু এরশাদ হতে হলে তার আদর্শ উদ্দেশ্যে কে হৃদয়ে লালন পালন করতে হয় !
পল্লীবন্ধু এরশাদের সাথে বৈরী আচরণ করে শুভাকাঙ্খী হওয়া যায়না !
উনার জীবদ্দশায় আমরা তাহা হাড়ে হাড়ে উপলব্ধি করেছি এখনো করছি !
পল্লীবন্ধু এরশাদের অবর্তমানে প্রেসিডেন্ট পার্ক দখল করে নিজের হাতের মুঠোয় নিয়ে গেলে এরশাদ হওয়া যায়না
এরশাদ হতে হলে স্বার্থের উর্ধে উঠে ভালবাসতে হয় !
পল্লীবন্ধু এরশাদ হতে হলে সমস্ত লোভ লালসা পায়ে মাড়িয়ে সামনে এগুতে হয় !
পল্লীবন্ধু এরশাদের চেয়ার টেবিল আসবাব পত্র দখল করেও পল্লীবন্ধু এরশাদ হওয়া যায়না !
এই গুলোকে সংরক্ষণ করে ভালবাসার মূল্য দেওয়ার নামই যোগ্যউত্তরসূরি !
পল্লীবন্ধুর জীবদ্দশায় যারা পাশে
থাকেনি অসুস্থ অবস্থায় পাশে গিয়ে এক বেলা কোরান তেলোয়াত করলে এটাকে ভালবাসা বলেনা সারা জীবন সুখে দুঃখে পাশে থাকার নামই প্রকৃত ভালবাসা !
পল্লীবন্ধুর দুঃসময়ে যাকে জীবনে স্বপ্নে দেখিনি তার ও খায়েস জেগেছে রাজনীতি করার,
কবরের পাশে গিয়ে কান্না করে ভিডিও বানানোর নাম ভালবাসা নয় ! ভালবাসার অপর নাম ছায়ার মত বাবার পাশে লেগে থাকা !
পল্লীবন্ধু যাদের নেতা বানিয়েছেন এমপি,মন্ত্রী বানিয়েছেন কয়জনকে খুঁজলে পাওয়া যাবে জাপা নামক সংগঠনের পাশে ! সবাই স্বার্থ শেষে পালিয়েছে আশ্রয় নিয়েছে অপরাপর নেতৃদ্বয়ের শাড়ির আঁচলে !
প্রকৃত পল্লীবন্ধুর সৈনিক তারাই যারা তৃণমূলে সংগঠন করে পল্লীবন্ধুর হয়ে চা দোকানে বন্ধুদের আড্ডায় টক্ শো করে বেড়ায় ! মূলত তারাই পল্লীবন্ধু এরশাদকে ভালবাসে বাঁচিয়ে রেখেছে এবং বাঁচিয়ে রাখবে মানুষের মুখে মুখে !
আর আপনারা যারা সবাই সুবিধাবাদী
পল্লীবন্ধুর নাম বিক্রি করে খাবেন করবেন দান্ধাবাজি !
আপনাদের আত্মপরিচয় গত এক বছরে আমরা জেনে গেছি…
আপনারা কে কতটুকু পল্লীবন্ধু এরশাদের জন্য !
তবে একজনের নাম উল্লেখ না করলে
অবিচার করা হবে সে হলো মেয়র মোস্তফা যার বদৌলতে পল্লীবন্ধু মৃত হয়েও মুক্তি পায়নি যদি না রংপুরের মেয়র মহোদয় নেতা কর্মীদের সাথে নিয়ে শক্ত অবস্থান নিতেন আজ আমরা পল্লীবন্ধুর মুক্ত সমাধি পেতাম না ! পল্লীবন্ধু এরশাদের কবরের পাশে দাঁড়িয়ে কবর জেয়ারত করা স্বপ্নে পরিণত হতো তৎকালীন সময়ে কার কি ভূমিকা ছিলো আমরা তৃণমূল নেতা কর্মীরা ভুলে যাইনি……
এখনো তার বদৌলতে সীমিত পরিসরে হলেও সমাধি স্থলে সৌন্দর্য বৃদ্ধি করণে চেষ্টা চলছে….
পরিশেষে পল্লীবন্ধু এরশাদের জান্নাত কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ সকলকে সঠিক বুঝার তাওফিক দান করুক, আমিন l
মোঃ লুৎফুর রহমান
সাবেক জাপা কেন্দ্রীয় নেতা
আমেরিকা প্রবাসী I