হবিগঞ্জ আদালতের কার্যক্রম আগামী ১১ জুলাই পর্যন্ত স্থগিত

প্রকাশিত : ৪ জুলাই ২০২০

ফরিদ আহমদ শিকদার, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:  হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম আগামী ১১ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। হবিগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামাল স্বাক্ষরিত এক নোটিশে আদালতটির কার্যক্রম স্থগিত করা হয়।

এতে বলা হয়, একজন বিচার বিভাগীয় কর্মকর্তা ও ১৩ জন কর্মচারী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এছাড়া ৬ জন বিচার বিভাগীয় কর্মকর্তাসহ বেশ কিছু কর্মচারী হবিগঞ্জ পৌরসভার রেডজোনে বসবাস করছেন। বিচারকসহ আক্রান্ত সকলেই আইসোলেশনে রয়েছেন। যে কারণে বিচার কাজ করা সম্ভব হচ্ছে না।

এজন্যই আগামী ১১ জুলাই পর্যন্ত সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। অন্যদিকে আদালতে কর্মরত আরো ২০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

 

আপনার মতামত লিখুন :