ইসলামের খেদমতে একজন রাষ্ট্র প্রধান পল্লীবন্ধু এরশাদের অবদান
প্রকাশিত : ৩ জুলাই ২০২০
ইসলামের খেদমতে একজন রাষ্ট্র প্রধান পল্লীবন্ধুর অবদান ও কওমী আলেম উলামাগণের তার প্রতি বিদ্বেষ পূর্ণ অবস্থান! কওমী আলেম ওলামারা সব সময়ে ইসলামের প্রতি পল্লীবন্ধু এরশাদের অবদান কে অশ্বিকার করে আসছেন, উনাদের বিভিন্ন সংগঠন থেকে ইসলামী সংগীত নামে সংগীত রচিত হয়েছে, সেই সংগীত গুলোর মাঝে বঙ্গবন্ধুর নামের সাথে মদের পারমিট দেওয়া সেই জিয়াকে স্থান দিতে কার্পণ্য করেনি অথচ যিনি বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসাবে বিশ্বের মানচিত্রে জায়গা করে দিয়ে গেলেন তিনি কোন কারণে অপরাধী হলেন আপনাদের নিকট প্রশ্ন রাখলাম ? যিনি জুমাবারকে সরকারি ছুটি হিসাবে বাস্তবায়ন করলেন তিনি কেন আপনাদের চোখে শত্রু হলেন ?
যিনি পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে রেডিও টিভিতে আজানের নিয়ম চালু করলেন তিনি কেন আপনাদের আলোচনায় স্থান পায়না ? যিনি আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে আধা সরকারি স্বীকৃতি দিয়ে গেলেন তিনি কেন আপনাদের চক্ষুশূল হলেন ? যিনি বায়তুল মোকাররম মসজিদকে জাতীয় মসজিদ হিসাবে স্বীকৃতি দিলেন এবং সংস্কার করলেন আপনাদের জুমার খোতবায় কয়দিন উনার জন্য দোয়া করেছেন ? যিনি অসংখ্য মসজিদ মাদ্রাসা করেছেন রাষ্ট্রীয় পৃষ্ট পোষকতায় তিনার অবদান ভুলে গেলেন ? যিনি মসজিদ মাদ্রাসার কারেন্টের বিল,পানির বিল, গ্যাস বিল মওকুফ করে দিলেন,আপনাদের কাজে কর্মে বা আলোচনায় উঠে আসে তাদের নাম যারা ক্ষমতায় এসে পল্লীবন্ধুর ঘোষিত মওকুফ করা বিল আবারো বলবৎ করেন !
যিনি ইসলামী নিয়ম অনুযায়ী রাষ্ট্রীয় ভাবে যাকাত বোর্ড গঠন করেছেন আপনারা উনাকেই মর্যাদা দিতে কৃপণতা করেন! যিনি এবতেদায়ী মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছেন কত দিন আপনারা উনার জন্য দোয়া করেছেন ? যিনি মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনের সরকারি ভাতা প্রধান করার প্রস্তাব করেছেন আপনারা আলেম ওলামাগণ উনাকে মূল্যায়ন না করে দুই নারীর শাড়ির আঁচলে ঠাঁই নিয়েছেন ! জানিনা আল্লাহর দরবারে কি জবাব দিবেন ? যিনি ইসলামী বিশ্ব বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন তিনি আপনাদের সমালোচনার পাত্র হয়েছেন ! যিনি হেফাজতের পক্ষে মাঠে নেমে স্ব-শরীরে আপনাদের পানি প্রাণ করিয়েছেন সেই তিনি আপনাদের কাছে এতো টুকু সম্মান কি পেতে পারেন না ? একটু নিজেদের বিবেককে প্রশ্ন করুন তাহলে হয়তো জবাব পেয়ে যাবেন I
এই দিক থেকে সুন্নি আলেম ওলামারা অনেকাংশে আপনাদের চেয়ে অগ্রগামী কারণ পল্লীবন্ধু এরশাদের মৃত্যুর পূর্বে এবং পরবর্তীতে উনারা পল্লীবন্ধু এরশাদের স্মৃতি চারণ করতে গিয়ে ইসলামের প্রতি উনার অবদানকে আলোচনায় নিয়ে এসেছেন এই জন্য সুন্নি আলেম ওলামাকে জাতীয় পার্টির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি…
আশা করি কওমী আলেম ওলামাগণ পল্লীবন্ধু এরশাদের ইসলামের প্রতি যে অবদান তাহা স্বীকার পূর্বক বিবৃতি প্রদান করে জাতির কাছে উক্ত অভিযোগ গুলির ব্যাখ্যা দিয়ে জাতিকে সঠিক জানার সুযোগ করে দিবেনI আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুক, আমিনI
মোঃ লুৎফুর রহমান:
সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় পার্টি I
আমেরিকা প্রবাসী I