বান্দরবানে সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক আওয়ামী লীগ নেতা অপহরণ

প্রকাশিত : ২ জুলাই ২০২০

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে এক আওয়ামী লীগ নেতা অপহরণের অভিযোগ পাওয়া গেছে। আজ ২ জুলাই বৃহস্পতিবার বিকাল চারটার সময় একদল সশস্ত্র সন্ত্রাসী বান্দরবান সদর উপজেলার এক নিরীহ গ্রামবাসীকে অপহরণ করে। তিনি বান্দরবান সদর উপজেলা ৫ নং ওয়ার্ড ৩৩৬ নং বালাঘাটা মৌজা হেডদ্রম পাড়ার লালমুন হল বমের ছেলে রুয়াল লুল থাং বম।

এই বিষয়ে পাড়াবাসী সাথে কথা বললে তারা জানান হঠাৎ করে একদল সশস্ত্র সন্ত্রাসী বিকালে এসে তাকে বাসা থেকে অপহরণ করে নিয়ে যায় বর্তমানে আমরা সকলে আতঙ্কে আছি। তারা সকলে মুখোশধারী হওয়াতে কাউকে চিনতে পারিনি।

অপহরণের বিষয়ে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান এ বিষয়ে আমাদের এখনো কেউ মৌখিক ও লিখিত অভিযোগ দেয়নি। তবে যদি কেউ লিখিত বা মৌখিকভাবে অভিযোগ করে আমরা অবশ্যই বিষয়টি তদন্তপূর্বক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করব।

 

আপনার মতামত লিখুন :