গোগনগর ইউপিতে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী বিতরন
প্রকাশিত : ২ জুলাই ২০২০
মহামারী করোনার কারনে কর্মহীন অসহায় নারী পুরুষের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১ টায় ইউপি মিলনায়তনে গোগনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন সওদাগর এর সভাপতিত্বে বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি বাবু চন্দন শীল।
এ সময় উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি নাজিরউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মামুন, বঙ্গবন্ধু স্কুলের সভাপতি আলহাজ্ব জসিমউদ্দিন, প্যানেল চেয়ারম্যান সৈকত হোসেন বেপারী,লিপি আক্তার,মহিলা মেম্বার নাজমা বেগম,তাহমিনা বেগম,তোফাজ্জল হোসেন,রফিকুল ইসলাম রফিক,তোফাজ্জল হোসেন কাবিল,জুলহাস মাদবর,দেলোয়ার হোসেন,মোতালিব মিয়া, গোগনগর ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মকবুল হোসেন সওদাগর,ঘাদানিক সদর থানা সাধারণ সম্পাদক সওদাগর, হাজ্বী আবুল হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।