কলাপাড়ায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
প্রকাশিত : ২ জুলাই ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, ০২জুলাই।। পটুয়াখালীর কলাপাড়ায় বাড়ির সামের বীজ ক্ষেতের পানি অপসারন করার সময় বিদ্যুৎ পৃষ্ট হয়ে রাসেল গাজী (২৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। কৃষক রাসেল তার নিজ বাড়ি থেকে বিদ্যুৎ লাইন নিয়ে মটার দিয়ে জমির পানি অপসরনের কাজ করছিল।
এ সময় অসাবধানতার কারনে সে বিদ্যুৎ পৃষ্ট হয়ে সাথে সাথে মারা যায়। মৃত রাসেল ওই গ্রামে আনোয়ার গাজীর ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।