হবিগঞ্জে করোনায় এক দিনে রেকর্ড সংখ্যক শনাক্ত
প্রকাশিত : ১ জুলাই ২০২০
ফরিদ আহমদ শিকদার: হবিগঞ্জে এক দিনে রেকর্ড সংখ্যক ১১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭২২ জনে।১ জুলাই ঢাকা থেকে আসা রিপোর্টে করোনা শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন।নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার ৫৯ জন, মাধবপুর উপজেলার ১৭, চুনারুঘাট উপজেলার ১৬ জন, নবীগঞ্জ উপজেলার ১৫ জন, বাহুবল উপজেলার ৯ জন এবং বানিয়াচং উপজেলার ১ জন।
এছাড়া আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকসহ ১৪ কর্মকর্তা-কর্মচারীর করোনা শনাক্ত!