কুমিল্লায় মেস ভাড়া মওকুফের প্রজ্ঞাপন দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
প্রকাশিত : ১ জুলাই ২০২০
মেস ভাড়া মওকুফের জন্য প্রজ্ঞাপন জারি করার দাবিতে কুমিল্লা জেলার সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করে। মানববন্ধন শেষে ডিসির বরাবর স্মারকলিপি পেশ করে। বুধবার (১ জুলাই) কুমিল্লা কান্তিরপাড় টাউন হলের সামনে ঘণ্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। সাধারণ শিক্ষার্থীদের এই দাবিকে পূর্ণ সমর্থন জানিয়ে সংহতি বক্তব্য দিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার সংগঠক ফারজানা আক্তার।
আরো উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কুমিল্লা জেলা আহ্বায়ক মো আসিফ, সদস্য খায়রুল বাশার বাঁধন। মানববন্ধন এ সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রহিম। মানব বন্ধনে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।