যশোরে গ্যাস ভর্তি ১২১টি সিলিন্ডার নিয়ে ডুবে গেল ট্রাক
প্রকাশিত : ৫ ফেব্রুয়ারি ২০২০
যশোরের অভয়নগরে নাভানা কম্পানির ১২১ পিস এলপি গ্যাস ভর্তি সিলিন্ডার নিয়ে ভৈরব নদে একটি ট্রাক ডুবে গেছে। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার সময় উপজেলার নওয়াপাড়া শংকরপাশা খেয়াঘাটে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রাকটি উদ্ধার করা না গেলেও ১২১ পিস গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।
উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা খেয়াঘাট বাজারের ব্যবসায়ী ফিরোজ হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যায় খুলনার মোংলায় নাভানা কম্পানির ডিপো থেকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান খুশি এন্টারপ্রাইজের নামে ১২১ পিস এলপি গ্যাস (১২ কেজি ওজনের গ্যাসের সিলিন্ডার) ক্রয় করেন।
ভাড়া করা ট্রাকে (যশোর-ড- ১১-০৯৯৯) সিলিন্ডারগুলো লোড করে রাত আনুমানিক সাড়ে ৯টার সময় শংকরপাশা খেয়াঘাটে পৌঁছান। পার্কিং শেষে ট্রাকটি ঘাটে সিলিন্ডার আনলোড করার প্রস্তুতি নেওয়ার সময় নিয়ন্ত্রণ ও ব্রেক ফেল করে সরাসরি নদীতে ডুবে যায়। পরে স্থানীয় জনগণের সহযোগিতায় দফায় দফায় উদ্ধার কাজ চালিয়ে ১২১ পিস গ্যাস ভর্তি সিলিন্ডার উদ্ধার করা হয়। সূত্র : কালের কন্ঠ