দুইদিন ব্যাপি দুস্থ হিজড়া ও লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশিত : ২৯ জুন ২০২০

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারে কোভিড-১৯ পরিস্থিতিতে জার্মান ডক্টরস্ এর অর্থায়নে এবং আইসিডিডিআর, বি’র সার্বিক তত্ত¡াবধানে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু) কনর্সটিয়াম বাঁধন হিজড়া সংঘ মৌলভীবাজার সদর উপজেলায় গত ২৮ জুন ও আজ ২৯ জুন সকালে সদর সাব ডিআইসি প্রাঙ্গণে দুস্থ হিজড়া ও লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলার ৭০ জন দুস্থ হিজড়া ও লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর মাঝে সামাজিক দুরুত্ব বজায় রেখে জরুরী ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন মৌলভীবাজার সাব ডিআইসি ইনর্চাজ মোঃ আল আমিন ভূঁইয়া।

এ সময় জেলার হিজড়া গুরু রত্না বলেন- বর্তমানে করোনা ভাইরাসের কারণে এই জেলায় হিজড়া জনগোষ্ঠী অমানবিক জীবনযাপন করছে। তিনি এই জনগোষ্ঠীর পক্ষ থেকে ত্রাণের খাদ্য সামগ্রী দেওয়ার জন্য বন্ধু, আইসিডিডিআর,বি এবং জার্মান ডক্টরসকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই ধরণের সহযোগিতা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানান।

 

আপনার মতামত লিখুন :