বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় মৃত ৩২ জনের মধ্যে ২১ জনের বাড়ি মুন্সিগঞ্জে
প্রকাশিত : ২৯ জুন ২০২০
বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় মৃত ৩২ জনের মধ্যে ২১ জনের বাড়ি মুন্সিগঞ্জে। স্বজন হারানোর আর্তনাদে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। মুন্সিগঞ্জের মিরকাদিম পশ্চিম পাড়া গ্রামের সুমি আক্তারকে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য ঢাকা যাচ্ছিলেন সুফিয়া বেগম। কিন্তু লঞ্চ দুর্ঘটনায় বুড়িগঙ্গায় সলিল সমাধি হয় তার। মা কে হারিয়ে এখন হাসপাতালে ভর্তি আহত সুমি আক্তার।
সুমীর পাশের বাড়ির হার্ডওয়্যার ব্যবসায়ী শিপলুও ফিরেছেন লাশ হয়ে। দোকানের মালামাল কিনতে রাজধানীর নবাবপুর যাচ্ছিলেন তিনি। এক বছরের শিশুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী জাকিয়া সুলতান। মৃতদের পরিবার ও আহতদের সহায়তা দ্রুত পৌঁছে দেয়ার কথা জানান জেলা প্রশাসক।
জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সাহায্যের জন্য দ্রুতই ব্যবস্থা করা হচ্ছে। লঞ্চডুবিতে হতাহতদের বেশিরভাগই মুন্সিগঞ্জের সদর উপজেলার।