বিয়ের গুঞ্জনের মাঝেই ভাইরাল নেহা-আদিত্যর অন্তরঙ্গ ভিডিও

প্রকাশিত : ৫ ফেব্রুয়ারি ২০২০

বিনোদন ডেস্ক : ভালোবাসা দিবসে আদিত্য নারায়ণকে বিয়ে করছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী নেহা কাক্কার। এমন গুঞ্জন বলিউড জুড়ে। এই গুঞ্জনে ঘি ঢেলে দিলো তাদের একটি অন্তরঙ্গ ভিডিও। সম্প্রতি গোয়ায় বেড়াতে যান এই দুজন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে না হতেই এবার প্রকাশ্যে এলো নেহা এবং আদিত্যর বেশ কয়েকটি ঘনিষ্ঠ ছবি। যেখানে অন্তরঙ্গভাবে নাচতেও দেখা গেছে তাদের।

রিয়েলিটি শোয়ের মঞ্চে দুজনকে অন্তরঙ্গভাবে নাচতে দেখা গেলেও, বাস্তবেও যে তারা একে অপরের জন্য পাগল, তা বলার অপেক্ষা রাখে না। নেহা এবং আদিত্যর বিয়ে নিয়ে যখন জোর গুঞ্জন উঠে, সেই সময় সংশ্লিষ্ঠ রিয়েলিটি শোয়ে হাজির হন উদিত নারায়ণ এবং তার স্ত্রী দীপা নারায়ণ। সেখানেই নেহাকে বাড়ির বউমা করে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন বলিউডের জনপ্রিয় গায়ক।

পাশাপাশি নেহার মাও জানান, জামাই হিসেবে আদিত্যকে তাদের বেশ পছন্দ। এসবের পাশাপাশি বিয়ের তত্ত্ব হিসেবে ইতিমধ্যেই কুমার শানু বিশেষ উপহার দিয়েছেন নেহাকে।

 

আপনার মতামত লিখুন :