নবীগঞ্জে করোনার রিপোর্ট পাওয়ার আগেই সুস্থ্য হলেন রোগী
প্রকাশিত : ২৮ জুন ২০২০
ফরিদ আহমদ শিকদার (হবিগঞ্জ প্রতিনিধি) : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. প্রিয়াংঙ্কা পাল চৌধুরী করোনা সনাক্ত রির্পোট পাওয়ার আগেই করোনা জয় করে ফেলেছেন। করোনা পরীক্ষার ১২ দিন পর তিনি হাতে পেয়েছেন পজেটিভ রিপোর্ট। হোম কোয়ারেন্টিনে থাকা প্রিয়াংকা পাল পজেটিভ রিপোর্ট পাওয়ার দুদিন পর ফের নমুনা পরীক্ষা করান। তখন তার রিপোর্ট আসে নেগেটিভ।
জানা যায়, গত মঙ্গলবার (২৩ মে) ঢাকা ন্যাশনাল ইনিস্টিটিউট ল্যাবরটরি এন্ড রিসার্স সেন্টারের পিসিআর ল্যাব থেকে পাঠানো রিপোর্টে মেডিকেল অফিসার প্রিয়ংকা পাল চৌধুরী (৩৫) করোনায় আক্রান্ত বলে জানানো হয়েছিল। পরে বৃহস্পতিবার (২৫ মে) পুনরায় সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। ওসমানীর ল্যাবে তার রিপোর্ট আসে নেগেটিভ। জানা যায়,১১ মে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিলেন ডা. প্রিয়াংকা পাল চৌধুরী। ১২ দিন পর তার রিপোর্ট আসে পজেটিভ।