চীনের সাত প্রদেশে টানা বৃষ্টিতে বন্যা-ভূমিধস
প্রকাশিত : ২৮ জুন ২০২০
চীনের সাংহাই, হুনান, হুবেইসহ সাতটি প্রদেশে টানা বৃষ্টিতে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। রোববার (২৮ জুন) দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর এসব এলাকায় আবারও বন্যা সতর্কতা জারি করেছে। গত মঙ্গলবার থেকে চলমান টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় স্থানীয় ৩৮টি কাউন্টি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
পানিতে তলিয়ে গেছে অর্ধশতাধিক বাড়িঘর। জিয়ানসি প্রদেশে বিপজ্জনক অবস্থা থেকে ৩৭ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। দুর্যোগপূর্ণ অঞ্চলগুলোতে এখনও উদ্ধার অভিযান পরিচালনা করছেন জরুরি সহায়তাকারী দলের সদস্যরা।