সাংবাদিক আনিসুর রহমানের মৃত্যুতে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের শোক প্রকাশ

প্রকাশিত : ২৭ জুন ২০২০

কলাপাড়া॥ মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আনিসুর রহমানের ইন্তেকাল করেছেন। (ইন্না…….রাজিউন) তার
মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের আহবায়ক মাইন উদ্দীন আহম্মেদ, সদস্য সচিব গৌতম চন্দ্র হাওলাদার, সাবেক সভাপতি এস,কে রঞ্জন, সদস্য হাজী নাসির উদ্দিন, নাহিদুল হক, রাসেল মোল্লা, মোস্তাফিজু রহমান সুজন মৃধা, ওমর ফারুক, এইচ অর মুক্তা, আরিফ শিকদার, আহম্মেদ পাশা তানভীর, ইমন আল আহসান, তাজুল ইসলাম আজাদ, আল- আমিন প্রমুখ।

তারা এক শোকবার্তায় বলেন, কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণকালীন দেশ ও জাতির এই সংকটময় মুহুর্তে আমরা একজন সহযোদ্ধা কলম সৈনিককে হারালাম এবং মির্জাগঞ্জের সংবাদকর্মীরা হারালো একজন অভিভাবককে। মহান আল্লাহ পাকের দরবারে দোয়া রইল তাকে জান্নাত বাসী করুন -আমিন।

 

আপনার মতামত লিখুন :