প্রাকৃতিক পরিবেশ সুস্থ ও নির্মল রাখতে গাছের ভূমিকা অপরিহার্য- মোবারক হোসেন
প্রকাশিত : ২৭ জুন ২০২০
পিলকুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং হাক্কানী জান্নাতুল বাকী কবরস্থান উন্নয়ন কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ মোবারক হোসেন বলেছেন, একটি গাছ একটি প্রাণ, গাছ ছাড়া পৃথিবীতে কোনো প্রাণীর বেঁচে থাকা সম্ভব নয়। সরকারের পক্ষ থেকে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে গাছের চারা বিতরণ করা হয়। তার সঙ্গে বিভিন্ন সময়ে গাছ লাগানো অনুষ্ঠান করে থাকে। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানা কর্মকাণ্ডে বৃক্ষ অবদান রেখে চলেছে। পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষার জন্য বৃক্ষের গুরুত্ব অপরিসীম। আমাদের দেশে গাছপালা, সবুজ-শ্যামলে ভরা। চারদিকে শুধু অপরূপ সবুজ আর সবুজ। কিন্তু সেই অপরূপ সবুজের সমারোহ আর নেই। কয়েক দশক ধরে নির্বিচারে বনাঞ্চল কেটে উজাড় করা প্রতিবছর যে পরিমাণ গাছ কাটা হয়, সে তুলনায় লাগানো হয় কম।
তিনি আরো বলেন, যানবাহন, কলকারখানা, মানুষের শ্বাস-প্রশ্বাস থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড প্রতিনিয়ত পরিবেশ দূষিত করছে। গাছ বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে বাতাসে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে দেয়। এতে পরিবেশ সুস্থ ও নির্মল রাখে। আর এ অক্সিজেন মানুষের বেঁচে থাকার জন্য খুবই জরুরি। কার্বন ডাই-অক্সাইডের কারণে পরিবেশ উষ্ণ হচ্ছে। জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব পড়ছে। এর ফলে অসময়ে অনাবৃষ্টি, খরা, অতিবৃষ্টি, প্রচণ্ড দাবদাহ, ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাসসহ নানা দুর্যোগ ঘটে চলেছে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।প্রাকৃতিক পরিবেশ সুস্থ ও নির্মল রাখতে গাছের ভূমিকা অপরিহার্য।
তাই রবর্তী প্রজন্মের জন্য আমরা একটি সবুজ পৃথিবী রেখে যেতে চাই।প্রান ভরে সজিব নিঃশ্বাস আর নির্মল আলো বাতাসে এদের বেড়ে ওঠার পরিবেশ আমাদেরই তৈরী করে যেতে হবে।সেক্ষেত্রে বৃক্ষের ভুমিকা অপরিসীম।কেননা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে বেশি বেশি করে বৃক্ষ রোপন করতে হবে। কেননা আজকে যে কচি চারা গাছটি রোপণ করা হলো সঠিক যত্নে এটি একদিন অনেক বড় গাছে পরিনত হবে। শুক্রবার ২৬ জুুুন সকালে ফতুল্লার ব্যাংক কলোনী ও পিলকুনি এলাকার হাক্কানী জান্নাতুল বাকী কবরস্থানে বৃক্ষরোপণ তিনি এসব কথা বলেন।
এ সময় কবরস্থানে বৃক্ষরোপণ করেন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নূরুল ইসলাম নূরু, সাধারন সম্পাদক মো. সোহেল আহম্মেদ, ফতুল্লা প্রেস ক্লাব এর সাধারন সম্পাদক আব্দুর রহিম, অর্থ সম্পাদক মো. সেলিম মাদবর, সদস্য আব্দুল আলিম লিটন, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার সাংবাদিক মো. ফয়সাল আহম্মেদ, মো. রাসেল, জাতীয় পার্টি নেতা ইকবাল হোসেন মোল্লা, আল হিকমাহ আইডিয়াল একাডেমির অধক্ষ্য মুসা কালিমুল্লাহ, মাউন ভিউ স্কুলের অধক্ষ্য মোস্তাক অহম্মেদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্র লীগের সহ-সম্পাদক সামিউন সিনহা, ছাত্রলীগ নেতা ইমাম হোসেন, ইমরান হোসেন শুভ, মো. শাহিন. মো. নুমান, মুফতি ইয়াসিন আরাফাত, মাহমুদ হোসাইন সাজেদিন, রুকনিন শাদিদ নুহিন, হাসান, ফাহিম, শাহজাহান, রিসাদ, সোহান, রাতুল প্রমুখ।