সুমাইয়া হত্যা: স্বামী ও শ্বশুর ৩ দিনের রিমান্ডে
প্রকাশিত : ২৭ জুন ২০২০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার দুই আসামি তার স্বামী ও শ্বশুরের তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শুক্রবার দুপুরে নাটোরের বিচারিক হাকিম আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। তবে বিচারক মেহেদী হাসান তিনদিন মঞ্জুর করেন।
তদন্ত কর্মকর্তা- নাটোর সদর থানার ওসি আব্দুল মতিন জানান, আজ থেকেই শুরু হবে জিজ্ঞাসাবাদ। গত ২২ জুন নাটোর সদর হাসপাতালে সুমাইয়ার মরদেহ রেখে পালিয়ে যান তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন।
নিহতের স্বজনদের অভিযোগ, তাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে স্বামী মোস্তাক হোসেন, শ্বশুর জাকির হোসেন, শ্বাশুড়ি সৈয়দা মালেকা ও ননদ জাকিয়া ইয়াসমিন যুঁথিকে আসামি কোরে হত্যা মামলা করা হয়। তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।