ঝিনাইদহে করোনায় নতুন আক্রান্ত আরো ৯ জন

প্রকাশিত : ২৫ জুন ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে একদিনে নতুন করে ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৫৭ জন। বৃহস্পতিবার সকালে নিশ্চিত নিশ্চিত করেছেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম। ডাঃ সেলিনা বেগম জানান, ঝিনাইদহে বৃহস্পতিবার যশোর ল্যাব থেকে ২৮ টি নমুনার রিপোর্ট এসেছে।

এতে মোট ৯ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৭ জন ও কালীগঞ্জে ২ জন আক্রান্ত হয়েছেন। তিনি আরও জানান, এ নিয়ে ঝিনাইদহ জেলায় মোট ১৫৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪ জন। ঝিনাইদহ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন দুইজন।

 

আপনার মতামত লিখুন :