বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত : ২৫ জুন ২০২০
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে: বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের মো. তমাল মোল্লার প্রায় দুই বছরের শিশুপুত্র মুসা মোল্লা বুধবার বিকেলে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে যায়।
শিশু মুসাকে পানি থেকে উদ্ধার করে মূমূর্ষ অবস্থায় ওইদিন সন্ধ্যায় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মুসাকে মৃত ঘোষণা করেন। শিশুপুত্রের মৃত্যুর খবরে শোকাহত তমাল মোল্লা বারবার মূর্ছা যাচ্ছেন। এ ঘটনায় ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।