কুয়াকাটা পৌর যুবলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী

প্রকাশিত : ২৫ জুন ২০২০

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পর্যটন নগরী কুয়াকাটায় মুজিব শতবর্ষে বৃক্ষ রোপণ কর্মসূচী গ্রহন করেছেন কুয়াকাটা পৌর যুবলীগ। বুধবার বিকেলে বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন প্রকার ফলজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে এ বৃক্ষ রোপণ কর্মসূচী কার্যক্রমের উদ্ভোধন করেন পৌর যুবলীগের আহবায়ক মো.ইসাহাক শেখ। এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আঃ জলিল, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আল আমিন হাওলাদার, বাক প্রতিবন্ধী আবুল কালামসহ পৌর যুবলীগের নেতাকর্মিরা।

কুয়াকাটা পৌর যুবলীগের আহবায়ক মো. ইসাহাক শেখ বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্যক্তি উদ্যোগে বৃক্ষ রোপণ করেছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মো.মাইনুল হোসেন খান নিখিল এবং পটুয়াখালী জেলা যুবলীগের আহবায়ক আরিফুজ্জামান রনি’র আহব্বানে (গাছ লাগাই জীবন বাঁচাই) এ-শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন প্রকার ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়েছে। এ বৃক্ষ রোপণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

 

আপনার মতামত লিখুন :