মিথ্যে ভালবাসা : সোনিয়া আক্তার
প্রকাশিত : ২৪ জুন ২০২০
মিথ্যে ভালবাসা : সোনিয়া আক্তার
লোকের কাছে শুনলাম যে
দিন করছ তুমি বিয়া
সেই দিন আমি পণ করিলাম
মরব গলায় দড়ি দিয়া।
লোকের কথা মিথ্যা ভেবে
দিলাম তোমায় ফোন
বললে তুমি ভালবাসনি
এটাই সত্যি শোন।
তখন শুধু বাকরুদ্ধ হয়ে
শুনলাম তোমার কথা
বলার কিছু ছিলনা তো
ছিল বুক ভরা ব্যথা।
নিঃস্বার্থ ভেবে তোমায়
ভেসে ছিলাম ভালো
হিংসা,অহংকারে মনটা
ছিল তোমার কালো।
গরিব বলে আমায় তুমি
দিলেনা তো দাম
ভালবাসার নামে তুমি
করলে মিথ্যে অপমান।