বেলতলা ঘাটের নদীতে ডুবে গেছে ৫ম শ্রেণির ছাত্রী সম্পা
প্রকাশিত : ২৪ জুন ২০২০
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে মোসা. সম্পা খাতুন (১২) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রী নদীতে গোসল করতে গিয়ে ডুবে গেছে। সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শিমুলতলা গ্রামের বেলতলা ঘাটে সম্পা ডুবে যায়। স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র থেকে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে নদীতে গোসল করতে গিয়ে এক পর্যায়ে সম্পা ডুবে যায়। স্থানীয় এলাকাবাসী অনেক খুঁজেও লাশ উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।
বিকেল থেকে রাত ৮ টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে লাশ না পেয়ে উঠে আসেন নদী থেকে। আগামীকাল বুধবার সকাল থেকে আবার লাশ উদ্ধারে কাজ শুরু করবে ডুবুরি দল। সম্পা শিমুলতলা আইডিয়াল কেজি স্কুলের ৫ম শ্রণিতে পড়ত। মিজানুর রহমান ও মোসা. শিল্পী বেগমের মেয়ে সম্পা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।