পাটকেলঘাটা থানার তদন্ত ওসি জেল্লাল হোসেন গভীর রাতে রাস্তা সংস্কারে ব্যাস্ত
প্রকাশিত : ২৩ জুন ২০২০
মোঃ ইমরান সরদার,সাতক্ষীরা প্রতিনিধি: পাটকেলঘাটা সাতক্ষীরা সোমবার রাত যখন ১১,১০ মি. হঠাৎ দেখা মেলে পাটকেলঘাটা থানার তদন্ত ( ওসি) জেল্লাল হোসেন তিনি জনসাধারনে চলাচলে অনুপোযগী করতে রাস্তা সংস্বারে ব্যাস্ত। পাটকেলঘাটা থানায় যোগদানের পর থেকে একের পর মানবিক কাজ করে চলেছেন এই পুলিশ কর্মকর্তা।বিগত কয়েকদিন ধরে পাটকেলঘাটা বাজারে রাস্তাঘাট গুলো বেহাল চিত্র বিভিন্ন পত্রপত্রিকায় স্বচিত্র প্রতিবেদন প্রকাশ হলেও কর্তৃপক্ষের কোন মাথা নেই।
সোমবার গভীর রাতে বড় হাতুড়ী দিয়ে রাস্তা সংস্কারে জনসাধারনে চলাচলে সুবিধা জন্য এই মহতী উদ্যোগ করেছেন। এ রাস্তা সংস্কারে বিষয়ে তদন্ত ওসি জেল্লাল হোসেন বলেন দেখেন ভাই জনসাধারনের কষ্টের কথা চিস্তা করে আমি ডিউটি শেষ করে এ মহতী কাজে নেমে পড়লাম। এভাবে সবাই যার যার অবস্থান থেকে এগিয়ে অাসলে জনসাধারনে কিছুটা হলেও কষ্ট লাঘব হতো।