দাম বেশি রাখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত : ২৩ জুন ২০২০

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মৌলভীবাজার জেলা কার্যালয়ে বসে আমিনুল ইসলাম নামক একজন অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে আজ ২৩ জুলাই কমলগঞ্জ উপজেলায় শমসেরনগর এলাকায় অবস্থিত আইডিয়াল ফার্মেসীকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন।

অনলাইনের মাধ্যমে অদ্য ১৮ জুলাই আমিনুল ইসলাম নামে একজন সেবা প্রার্থী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ে আইডিয়াল ফার্মেসীর বিরুদ্ধে ৫ টাকার সিরিঞ্জ ১০ টাকায় বিক্রি করার অভিযোগ আনেন । আজ অধিদপ্তরের জেলা কার্যালয়ে অভিযোগকারী এবং অভিযুক্তকে ডেকে তাদের বক্তব্য শুনা হয়। আইডিয়াল ফার্মেসীর মালিক অসীম মালাকার ৫ টাকার সিরিঞ্জ ১০ টাকায় বিক্রি করার কথা স্বীকার করেন।

দুই পক্ষের উপস্থিতিতে শুনানীর মাধ্যমে অভিযুক্ত প্রতিষ্ঠানকে দোষী সাবস্ত করে ৪ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। উক্ত প্রতিষ্ঠানের মালিক অসীম মালাকার জরিমানার টাকা পরিশোধ করেন। আইন অনুযায়ী আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ টাকা হিসাবে অভিযোগকারী আমিনুল ইসলামকে ১,০০০/- টাকা প্রদান করা হয়।

অপরদিকে, জেলার এনএসআই ডিপার্টমেন্টের গাড়ী চালক মোঃ শিপন মিয়া কর্তৃক হ্যান্ড সেনিটাইজার বেশি দামে বিক্রয় করার লিখিত অভিযোগের প্রেক্ষিতে সদর উপজেলার শ্রীমঙ্গল রোডে অবস্থিত ডক্টরস সার্জিক্যালকে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করেন। আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ টাকা হিসাবে মোঃ শিপন মিয়াকে ২ হাজার টাকা আইন অনুযায়ী প্রদান করা হয়।

 

আপনার মতামত লিখুন :