আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহসিন ভূঁইয়ার উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
প্রকাশিত : ২৩ জুন ২০২০
নিজস্ব প্রতিবেদক : সংগ্রাম উন্নয়ন ও অর্জনে গৌরবদীপ্ত পথচলার মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ও চৌধুরী বাড়ি ব্যবসায়ী
এসোসিয়েশনের সভাপতি মো. মহসিন ভূঁইয়ার উদ্যোগে জাতীয় নেতাদের স্মরণে রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন ) বাদ আসর চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশন এর কার্যালয় জাতীয় নেতাদের স্মরণে মিলাদ ও দোয়া পড়ানো হয়া।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ বন্ধু পরিবহণ এর ব্যবস্থাপনা ও পরিচালক মো.সাইফুল ইসলাম ভূঁইয়া, মহানগর স্বেচ্ছাসেবকলীগের কার্যকরী সদস আমির হোসেন,মহানগর মহিলালীগের এড.চায়না, মহানগর তাতীলীগের যুগ্ম আহবায়ক মো.আলাউদ্দীন,৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের নেতা মামুনুর রশিদ টুলু, ৮ নং ওয়ার্ড যুবলীগের মো.মুক্তার হোসেন, সেতু, সফি, শরিফ, জুয়েল,হাবিব,রাকিব, আলামিন, আরিফ, আরমান, বাপ্পি, আকাশ, মাসুম,সোহেল, মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক মো.রিয়াদ, মহানগর ছাত্র পরিষদের যুগ্ম আহবায়ক সাইদুল রহমান প্রমুখ।
বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় নেতা প্রয়াত মাওলানা আব্দুল হামিদ খাঁন ভাসানী,হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ছামসুল হক, মাওলানা আব্দুল রশীদ তর্কবাগীশ ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী মো.নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ সকল ও ১১নং ওয়ার্ড আওমীলীগের কার্যকরী সদস্য মুক্তার হোসেন এর প্রতি রুহের আত্মার মাগফেরাত কামনা এবং জাতিরপিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ ৪ আসনের উন্নয়নের রুপকার আলহাজ্ব একেএম শামীম ওসমান এর সুস্থতা কামনা ও করোনা ভাইরাস’র রোগমুক্তি চেয়ে আল্লাহর দরবারে চেয়ে দেশবাসীর সকলের প্রতি বিশেষ মিলাদ ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন চৌধুরী বাড়ি বাসস্ট্যান্ডে জামে মসজিদের ইমাম
মুফতি মাহাবুবুর রহমান ফরিদী।