শার্শা উপজেলা ছাত্রলীগ পরিবারের পক্ষথেকে আওয়ামীলীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠান সম্পুর্ণ
প্রকাশিত : ২৩ জুন ২০২০
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শার্শা উপজেলা ছাত্রলীগ পরিবারের আয়োজনে শার্শা সদর ইউনিয়নের যাদবপুর জামে মসজিদে জোহরের নামাজ শেষে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠানে। বিগত বিভিন্ন সময়ে এবং সদ্য প্রয়াত আওয়ামী লীগের নেতাকর্মীদের রুহের প্রতি মাগফিরাত কামনা করা হয়।এসময় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ছাত্রলীগের সকল নেতাকর্মীরা।