মোরেলগঞ্জে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে জেলা রোভার স্কাউট
প্রকাশিত : ২৩ জুন ২০২০
মুসাদ্দিক বিল্লাহ তামিম, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে জেলা রোভারের মাসব্যাপি সিরিজ প্রোগ্রামে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে মোরেলগঞ্জ বাজার ও বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণের সাথে মাইকিং প্রচারনা করেন সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজের রোভারবৃন্দ।
আর এ প্রচারনায় উপস্থিত ছিলেন জেলা রোভার এর সম্পাদক আঃ আউয়াল হাওলাদার, যুগ্ম সম্পাদক সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সহকারি অধ্যাপক মোঃ জাকির হোসেন রিয়াজ। মোরেলগন্ঞ্জ উপজেলা স্কাউট এর সম্পাদক প্রভাত কুমার মিস্তি ও উপজেলা কাব লিডার তাসনিম আলম মানজার প্রমুখ।
রোভার নেতৃবৃন্দ করোনা পরিস্থিতি ও ডেঙ্গু প্রতিরোধ নিয়ে উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার এর সাথে মতবিনিময় করেন।